আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ | আশা করি সকলেই অনেক ভাল আছেন। কোন একটা ওয়েবসাইট গুগলে রেঙ্ক করানোর জন্য ব্যাকলিংক এর গুরুত্ব অপরিসীম, আপনার ওয়েবসাইটের যত বেশি ব্যাকলিংক করা হবে গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্ব দিবে।
ব্যাকলিংক এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হলো প্রোফাইল ব্যাকলিংক। আজকে আমরা প্রোফাইল ব্যাকলিংক নিয়ে আলোচনা করব এবং সবার শেষে আপনাদেরকে 300+ প্রোফাইল ব্যাকলিংক এর সাইট লিস্ট দিয়ে দিব। এই সবগুলো সাইটেই আপনারা প্রফাইল ব্যাকলিংক তৈরি করতে পারবেন।
![]() |
High DA PA profile creation sites list |
প্রফাইল ব্যাকলিংক কি ও কিভাবে করবো?
ইন্টারনেটে অনেকগুলো সাইট রয়েছে যেগুলোতে আমরা প্রোফাইল তৈরি করতে পারি, প্রথমে আমাদেরকে এ সকল সাইট খুঁজে বের করতে হবে অতঃপর সেখানে আমরা প্রোফাইল তৈরি করব এবং আমাদের ওয়েবসাইটের লিংক এড করবো, এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, অবশ্যই আপনি সম্পূর্ণ তথ্য দিয়েই প্রোফাইল তৈরি করবেন যেমন, Description, Tags, Logo ইত্যাদি। তাহলে আপনার প্রোফাইলটা বিশ্বাসযোগ্য ও কার্যকরী হবে। যদি পারেন দুই-একটা পোস্টও করবেন এতে করে আপনার প্রোফাইলটা একটিভ হিসেবে ধরা হবে।
এখানে আমি পাঁচটি সাইটে ব্যাকলিংক করে দেখালাম যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়।
1. https://www.ted.com/profiles/48533281
2. https://issuu.com/idm_crack
3. https://www.kickstarter.com/profile/625084912/about
4. https://justpaste.it/u/Pro_Skills_BD
5. https://qiita.com/Pro-Skills-BD
তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন
Post a Comment