নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
বর্তমানে অনলাইন প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। কাজের তুলনায় যেন ফ্রিল্যান্সারদের সংখ্যা অধিক হারে বেড়ে গেছে। তাই কম্পিটিশনও অনেক বেশি এবং কাজ পেতেও করতে হয় কঠোর পরিশ্রম। মার্কেটপ্লেসে কাজ পাওয়া যায় না এমন নয় বরং ফ্রিল্যান্সারদের সংখ্যা বেশি হওয়ার কারণে কাজ হাতিয়ে নেওয়ার চান্স খুবই কম থাকে।
আপনাদের সাথে আজকে এমন একটি মার্কেটপ্লেস শেয়ার করব যেখানে কম্পিটিশন কম ও ফ্রিল্যান্সারদের সংখ্যাও কম। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনি আগে কাজ পেতেন Fiverr, Upwork, Freelancer থেকে কিন্তু এখন আপনি কাজ পাচ্ছেন না, এক্ষেত্রে আপনিও চাইলে আজকের এই মার্কেটপ্লেসটিতে কাজ শুরু করতে পারেন।
এই মার্কেটপ্লেসটিতে তুলনামূলক Fiverr, Freelancer, Upwork থেকে প্রজেক্ট এর Price (মূল্য) কম কিন্তু যদি কোন নতুন ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসে কাজ পাওয়ার চেষ্টা করে, আশা করছি সে এখান থেকে 100% কাজ পাবে।
আগের মত Fiverr এ এখন আর বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় না, কিন্তু এই মার্কেটপ্লেসটিতে আপনি গিগ পাবলিশ করার পাশাপাশি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে অতি সহজেই কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।
এই মার্কেটপ্লেস সম্পর্কে অনেকেই জানেন অবার অনেকেই আছেন জানেন না মার্কেটপ্লেসটি হচ্ছে Sproutgigs.com মার্কেটপ্লেসটির হোমপেজ এর ছবি নিচে দেয়া হল👇👇👇
এ মার্কেটপ্লেসে বাংলাদেশ থেকে প্রায় চার-পাঁচ হাজার এক্টিভ ফ্রিল্যান্সার কাজ করে, যারা প্রতিদিনই এ মার্কেটপ্লেসে এক্টিভ থাকে এবং শত শত ডলার ইনকাম করে নেয়। এছাড়াও আরো অনেক ফ্রিল্যান্সার অন্যান্য দেশ থেকে Sproutgigs এ কাজ করে। আপনিও চাইলে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার Sproutgigs এর মাধ্যমে।
এ মার্কেটপ্লেসে কাজ শুরু করতে হলে অবশ্যই আপনাকে একটা একাউন্ট করে নিতে হবে। একাউন্ট করার জন্য গুগল এ গিয়ে সার্চ করবেন sprouts.com তারপর সাইন আপ অপশনে ক্লিক করে সাইন আপ করে নিবেন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন তাহলেই সাইন আপ পেজে আপনাকে নিয়ে যাবে।
Sign up here: https://sproutgigs.com/?a=87800ac1
Sproutgigs সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন👇👇👇
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।
Post a Comment