ই-কমার্স ওয়েবসাইট কি ও তার উপকারিতা 

ই কমার্স ওয়েবসাইট বলতে বুঝায় অনলাইন শপ বা দোকান। সহজ ভাষায় বুঝতে গেলে আমরা এভাবে ধরে নিতে পারি, যেমন: আমাদের বাজারে অনেক দোকানপাট রয়েছে যেগুলো থেকে আমরা পণ্য ক্রয় করি এবং দোকানদাররা বিক্রি করে। এমনিভাবে গুগলকে আমরা বাজারের সাথে তুলনা করতে পারি এবং গুগলের মধ্যে যতগুলো ই-কমার্স ওয়েবসাইট রয়েছে সবগুলোকে আমরা দোকান হিসেবে ধরতে পারি, যেই ই-কমার্স ওয়েবসাইটগুলো থেকে ক্রেতা পণ্য ক্রয় করে এবং বিক্রেতা পণ্য বিক্রি করে এবং সেই ই-কমার্স ওয়েবসাইট গুলো ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারি। 

নিজেই বানান আপনার ই-কমার্স ওয়েবসাইট
নিজেই বানান আপনার ই-কমার্স ওয়েবসাইট

গুগলে বা অনলাইনে এমন হাজার হাজার ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করে মানুষ প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে। গুগলে বা অনলাইনে অনেক রকম ওয়েবসাইট রয়েছে এর সবগুলোই ই-কমার্স ওয়েবসাইট নয়, ই-কমার্স ওয়েবসাইটের বিশিষ্ট কিছু গুণ থাকে, যেমন: প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট চেক আউট পেজ এবং পেমেন্ট প্রসেসিং ইত্যাদি ইত্যাদি। এই সবগুলোই হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট।

বর্তমানে আমরা যদি কোন প্রোডাক্ট ক্রয় করতে চাই তবে তা আর বাজারে বা মার্কেটে গিয়ে ক্রয় করার প্রয়োজন পরে না, বরং ঘরে বসেই ই কমার্স ওয়েবসাইট গুলো ব্যবহার করে পণ্য অর্ডার করতে পারি এবং তা খুব সহজেই আমরা হাতে পেয়ে যাই। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন অথবা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারেন। এই হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট গুলোর উপকারিতা।  

সংক্ষিপ্ত আকারে আমরা জেনেছি ই-কমার্স ওয়েবসাইট কি এবং কাকে বলে এবং তার উপকারিতা। এখন আমরা জানবো কিভাবে খুব সহজেই একটি ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়।

কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট বানাবো? 

ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য সবচেয়ে জনপ্রিয় দুটি CMS রয়েছে, 1. WORDPRESS 2. SHOPIFY এই দুইটি সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট। 

ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে নিতে হবে আর যদি শপিফাই দিয়ে বানাতে চান তাহলে শুধু ডোমেইন শপিফাই এর  সাথে কানেক্ট করে নিলেই হবে তবে এক্ষেত্রে শপিফাইকে প্রতিমাসে অথবা বৎসরে একটা এমাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে, শপিফাই CMS এ আপনাকে হোস্টিং ক্রয় করতে হবে না 

আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম এবং প্লাগিন দিয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে হোস্টিং  ক্রয় করতে না চান তাহলে infinityfree.com থেকে ফ্রি হোস্টিং ব্যবহার করেও আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। শুধুমাত্র একটি কাস্টম ডোমেইন অ্যাড করে নিবেন। 

ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন তারপর যেই ওয়েবহোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনেছেন ওই সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন তারপর আপনার পছন্দমত থিম বাছাই করে ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন, তবে নিচের ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি কিভাবে ফ্রি থিম এবং প্লাগিন ব্যবহার করে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাবেন 

আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে নিচের ভিডিওটি দেখুন👇👇👇

আশা করছি উপরের ভিডিওটি দেখে আপনি জেনে গেছেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয়। আপনি যদি এর থেকেও আপনার ওয়েবসাইটের লুক সুন্দর করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে প্রেমিয়াম কোন থিম কিনে নিতে হবে। 

উপসংহার 

বর্তমান দুনিয়ায় ই-কমার্স ওয়েবসাইটের চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাইলে আপনিও আপনার বিজনেসকে Grow করার জন্য ই-কমার্স ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন, বানাতে পারেন আপনার বিজনেসের জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট। তো আজকের লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ। 

Post a Comment

Previous Post Next Post