Shopify theme customization full course bangla
 Shopify theme customization full course bangla

ওয়ার্ডপ্রেস (Wordpress) এর পরে সবচেয়ে জনপ্রিয় CMS হচ্ছে শপিফাই (shopify)। এটি একটি ই-কমার্স  ওয়েবসাইট (e-commmerce website) তৈরির প্লাটফর্ম । শপিফাই দিয়ে আমরা যে কোন ই-কমার্স সাইট তৈরি করতে পারবো, ওয়ার্ডপ্রেস এর মতো এখানে হোস্টিং ক্রয় করতে হয় না, তবে এখানে আপনাকে নির্ধারিত একটি এমাউন্ট পে করতে হবে। Fiverr, Upwork, Freelancer এবং অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে শপিফাই এর প্রচুর চাহিদা রয়েছে । শপিফাই থিম কাস্টমাইযেশন শিখে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। থিম কাস্টমাইযেশন শেখার জন্য কোন ধরনের কোড শিখতে হবে না, তবে বেসিক HTML এবং CSS এর  আইডিয়া থাকলে কাস্টমাইযেশন শেখা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে।  

শপিফাই (shopify) দিয়ে যে কোন ই-কমার্স স্টোর আপনি তৈরি করতে পারবেন, শপিফাইয়ে by deafult "Dwan" থিম এক্টিভ করা থাকে, এটি হচ্ছে ফ্রি থিম এবং আরও অনেক ফ্রি থিম রয়েছে  যেমন: Spotlight, Refresh etc. বেশিরভাগ ক্লাইন্টই প্রেমিয়াম থিম কিনে নেন এবং তাদের স্টোরে ব্যবহার করেন। আপনি চাইলে নিজে থেকেও থিম ডেভেলপ করে আপনার স্টোরে বাবহার করতে পারেন। এই প্লাটফর্ম দিয়ে খুব সহজেই Desktop, Laptop, Tab এবং Mobile responsive ওয়েবসাইট তৈরি করা যায়। আর এজন্যই শপিফাই বেশি মানুষের মাঝে পরিচিতি লাভ করে।

শপিফাই দিয়ে মানুষ বেশিরভাগ ড্রপশিপিং বিসনেস (Dropshipping Business) করে থাকে। এমাজন, আলিবাবা, আলিএক্সপ্রেস এবং আরও অনেক বড় বড় ই-কমার্স প্লাটফর্মের সাথে খুব সহজেই শপিফাই দিয়ে ওয়েবসাইট বানিয়ে ড্রপশিপিং বিসনেস করা যায়। এসব প্লাটফর্মের প্রডাক্টগুলোতে যে মূল্য নির্ধারিত করা আছে তাঁর থেকে বেশি মূল্যে বিক্রি করাকে ড্রপশিপিং বলা হয়। আপনি যত বেশি মূল্য দিয়ে বিক্রি করতে পারবেন আপনার তত বেশি মুনাফা থাকবে। আপনি যে প্লাটফর্মের প্রডাক্ট সেল করবেন প্রডাক্টের নির্থারিত মুল্য ঐ প্লাটফর্ম কেটে রাখার পরে অবশিস্ট টাকাটা হচ্ছে আপনার লাভ।

শপিফাই থিম কাস্টমাইযেশন শেখার জন্য আপনাকে প্রথমে একটি পার্টনার একাউন্ট খুলতে হবে, পার্টনার একাউন্ট এর সুবিধা হচ্ছে ফ্রিতে আপনি শপিফাই CMS এক্সেস করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন, কিন্ত অন্যরা আপনার স্টোর ভিজিট করতে পারবে না, যখন আপনি শপিফাইয়ের প্রেমিয়াম ভার্সন নিবেন শুধুমাত্র তখনি কাস্টমাররা আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং অর্ডার প্লেস করতে পারবে।

শপিফাই পার্টনার একাউন্ট দিয়ে কাজ শিখতে পারবেন এবং ক্লাইন্টের স্টোরের এক্সেস নিয়ে কাজ করতে পারবেন। মূলত পার্টনার একাউন্ট ডেভেলপারদের কথা চিন্তা করেই বানানো হয়েছে। শপিফাই নিয়ে বিস্তারিত জানতে নিচের ভিডিওটা দেখুন।



এই ভিডিওতে শপিফাই পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে, যারা শপিফাই থিম কাস্টমাইযেশন শিখতে আগ্রহি তাঁরা নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং আজ থেকেই শুরু করুন আপনার শপিফাই জার্নি।

Watch Shopify Full Course Beginners to advanced on Youtube:

https://www.youtube.com/watch?v=kvb0re54V8w&list=PL5TmxAO6hf4LWlssNa4cO1TCpmns4ZJxa

আশা করছি বিনামূল্যের এই কোর্সটি করে আপনি হতে পারবেন একজন এক্সপার্ট শপিফাই ডেভেলপার। এই কোর্সে শপিফাই Basic থেকে শুরু করে Advanced Theme Customization শিখানো হয়েছে, প্রথমে শপিফাই  এর by default Dawn theme দিয়ে শিখানো হয়েছে, তারপর প্রেমিয়াম থিম কাস্টমাইয করে দেখানো হয়েছে এবং সবার শেসে shopify page builder দিয়ে custom template তৈরি করে দেখানো হয়েছে।

এছাড়া শপিফাই এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমনঃ Payment getway setup, Product Importing, Store Languages এবং আরও অনেক কিছু  যা একজন সুদক্ষ ডেভেলপার হিসেবে জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। 

Post a Comment

Previous Post Next Post