ফ্রিল্যান্সিং কাকে বলে? 

 

বর্তমান দুনিয়ায় অনলাইনে রোজগার বা ফ্রিল্যান্সিং বেড়েই চলেছে। একটি ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে দেশের এবং দেশের বাইরের ফ্রিল্যান্সাররা লাখ লাখ ডলার ইনকাম করছে। 

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু করতে পারি? ফ্রিল্যান্সিং কারা করে? (A to Z)
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু করতে পারি? ফ্রিল্যান্সিং কারা করে? (A to Z)

ফ্রিল্যান্সিং জবের অনেকগুলো বিভাগ রয়েছে, আপনি যে বিভাগের জব শিখেছেন বা করতে পারেন, সেই কাজ অন্য জনের জন্য অনলাইনের মাধ্যমে সম্পাদন করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। 


বাংলাদেশ থেকে অনেকেই ঘরে বসে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার টাকা আয় করছেন, এবং অনেকেই এত বেশি পরিমাণে টাকা ইনকাম করে নিচ্ছেন, যে কোন ফুল টাইম জব বা চাকরি থেকেও এত আয় করা সম্ভব নয়।  


ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে পারি?


সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি শেখার জন্য কতটা আগ্রহী এবং আপনাকে যেকোনো একটি স্কিলের (Skill) উপর যোগ্যতা অর্জন করতে হবে। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি কোন ক্যাটাগরির কাজ করবেন। 


ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নেয়া কাজ গুলি করার জন্য কোন জায়গা নির্ধারিত নয়, শুধুমাত্র একটি ল্যাপটপ অথবা ডেক্সটপ এবং ইন্টারনেট কানেকশন থাকলেই হবে, আপনি যে কোন জায়গা থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন। 


ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে, তার মধ্য থেকে  ফাইভার (Fiverr) হচ্ছে অন্যতম। অবশ্যই আপনার প্রোফাইলে পোর্টফোলিও দিয়ে আপনার কাজের যোগ্যতা প্রমাণ দিতে হবে। এতে করে বায়াররা আপনার উপর আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 


নতুনদের জন্য আমি একটি মার্কেটপ্লেস সাজেস্ট করছি, তা হলো Sproutgigs নতুনদের জন্য এই মার্কেটপ্লেসটি হতে পারে বেস্ট মার্কেটপ্লেস। কারণ এখানে ছোট ছোট কাজ করা হয়, নতুনরা শুরুতেই বড় প্রজেক্টে কাজ করতে সক্ষম হবে না, তাই প্রথমে ছোট ছোট প্রজেক্টে কাজ করে তাদের স্কেল ডেভলপ করতে হবে, অতঃপর বড় প্রজেক্টে কাজ করতে সক্ষম হবে।


দীর্ঘ সময় একটিভ থাকার পাশাপাশি আপনাকে আপনার নিজের কাজের নলেজ, অভিজ্ঞতা ও যোগ্যতা এবং অনলাইন মার্কেটিং করাটাও অনেক জরুরী। 


ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে আরম্ভ করব? 


ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। 


১) নিজের লক্ষ্য (Goal) সঠিকভাবে সেট করতে হবে। যেমন, আপনি কতটুকু কাজ করতে চান? কতটুকু সময় আপনি দিতে চান? চাকরির পাশাপাশি পার্ট টাইম হিসাবে নিতে চান নাকি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চান? ইত্যাদি বিষয় আপনাকে সঠিকভাবে সেট করতে হবে। 


২) আপনি কি কাজ করতে চান বা কোন ক্যাটাগরির উপর কাজ করতে চান? আপনাকে অবশ্যই কাজ বেছে নিতে হবে যেটা আপনি করবেন। 


আপনি যেকোনো একটি বিষয় নিয়ে কাজ খুঁজতে ও করতে পারবেন। যেমন, article writing, web development, coding like PHP-Javascript-paython etc. Graphic Designing, SEO optimization, Video creating, video editing, social media marketing এছাড়া আরো অনেক কাজ রয়েছে যেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। 


৩) আপনি কোন কোন ফ্রিল্যান্সিং সাইটে বা মার্কেটপ্লেস এ কাজ করবেন সেটা সেট করতে হবে। ফ্রিল্যান্সিং সাইটগুলিতে  (Client) বা (employer) রা বিভিন্ন ধরনের কাজ করানোর জন্য ফ্রিল্যান্সারদেরকে নির্বাচিত করেন। তারা বিশ্বস্ত ফ্রিল্যান্সারদের কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যাদের প্রোফাইলে অনেক রিভিউ রয়েছে এবং প্রোফাইলটি সাজানো গোছানো, তাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 


মনে রাখবেন, এইসব সাইটগুলিতে হাজার হাজার ফ্রিল্যান্সার কাজ করেন, আপনি যদি প্রথমেই আপনার ক্লায়েন্টের জন্য সময় মত সুন্দরভাবে প্রথম কাজটি  সাবমিট করতে পারেন, তবে এটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো একটি প্রভাব ফেলবে। 


আমি এখানে পাঁচটি ফ্রিল্যান্সিং সাইটের নাম উল্লেখ করলাম :


1. Fiverr

2. Upwork

3. Freelancer

4. PeoplePerHour

5. Sproutgigs


এই পাঁচটি সাইট ছাড়াও আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে, আপনি যদি একসাথে অনেকগুলো মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করেন এবং কাজ খুঁজেন, তাহলে হয়তো যেকোনো একটি মার্কেটপ্লেস থেকে হলেও আপনি কাজ পেতে পারেন। 


ফ্রিল্যান্সিং শুরু করতে কোন কোর্স করতে হবে? 


মূলত ফ্রিল্যান্সিং কোর্স বলতে আপনি কোন কাজ শিখতে ও করতে আগ্রহী, সেই কাজ আপনাকে জানতে হবে। এবং সেই কাজ অনুযায়ী মার্কেটপ্লেস এর প্রোফাইল তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং সাইটগুলি থেকে সাধারণত আমরা দুই ভাবে কাজ পেয়ে থাকি। 


১) গিগ এর মাধ্যমে 

২) বিড করার মাধ্যমে 


গিগ বলতে, আপনি যে কাজ জানেন বা যে সার্ভিস দিতে চান সেই কাজের বিস্তারিত আপনার গিগের মাধ্যমে তুলে ধরবেন, এবং বায়াররা যখন সেটি দেখবে এবং আকৃষ্ট হবে তখন আপনাকে হায়ার করে নিবে। 


বিড বলতে, ক্লায়েন্টদের যে কাজ প্রয়োজন সেই কাজ অনুযায়ী তারা একটি প্রজেক্ট পোস্ট করবে, যেসব ফ্রিল্যান্সাররা সেই প্রজেক্টে আগ্রহী তারা সেখানে এপ্লাই করবে এবং ক্লায়েন্ট তাদেরকে কাজ দিবে।


কিছু সাধারণ জ্ঞান যেমন, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব, কোন কাজের মাধ্যমে শুরু করব এবং কোন মার্কেট প্লেসে কাজ খুজবো, এ সকল সাধারণ জ্ঞান প্রথমে আপনাকে জেনে নিতে হবে। 


আপনি যে কাজই করেন না কেন সেই কাজটি খুব ভালোভাবে শিখতে হবে অতঃপর আপনাকে কাজ নেওয়ার জন্য মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করতে হবে।  Web Development, Graphic Designing, Article Writing, Digital Marketing ইত্যাদি, আরো অনেক ক্যাটাগরির কাজ রয়েছে ফ্রিল্যান্সিং দুনিয়ায়। 


এর মধ্যে যেকোনো একটি কাজ শিখে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং জার্নি। 


বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আমাদের সাথেই থাকুন।


আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@MdShorifulIslam80


আমাদের ফেসবুক পেজ:

https://web.facebook.com/MdShorifulIslam80



Post a Comment

Previous Post Next Post